হাতে গোনা কয়েকটি পোস্ট করেই টুইটারে সবচেয়ে প্রভাবশালীর খেতাব পেয়ে গেছেন মার্কিন পপগায়িকা টেইলর সুইফট। এ তালিকায় আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। মনিটরিং কোম্পানি ব্যান্ডওয়াচ এ তথ্য জানিয়েছে।
পুরুষ ক্যাটাগরিতে ৯৭ স্কোর করে সেরা হয়েছেন লিয়াম পেইন। তবে টেইলরের স্কোর তার চেয়েও বেশি ৯৮। পুরুষ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থানে আছেন ট্রাম্প।
ইনস্টাগ্রাম, ট্রাম্বলারের মতো সামাজিক যোগাযোগ সাইটে হরহামেশা পোস্ট করে থাকলেও টুইটারে ততটা সক্রিয় নন টেইলর। এ বছর টুইটারে করা তার মৌলিক পোস্টের সংখ্যা মাত্র ১৩।
টুইটারে প্রভাবশালীর তালিকায় আরও আছেন পপতারকা জাস্টিন বিবার, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো বুনো মার্স, বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন, অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমান, কেটি পেরি, সেলেনা গোমেজের মতো তারকারা।
সূত্র: ই! নিউজ
বিডি প্রতিদিন/ফারজানা