অস্ট্রেলিয়া সফরের শুরুতেই বড় ধাক্কা খেল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল। অনুশীলন ম্যাচে গুরুতর চোট পেয়ে প্রথম টেস্টে অনিশ্চিত হয়ে পড়েছেন তরুণ ওপেনার পৃথ্বী শাহ। আঘাত গুরুতর হওয়ায় মাঠ থেকেই তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়।
অস্ট্রেলিয়া সফরে গিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের সঙ্গে শুক্রবার একটি প্রস্তুতি ম্যাচ খেলছে ভারত।
এ দিন সিডনিতে ফিল্ডিং করার সময়ে একটি ক্যাচ ধরতে গিয়ে পড়ে যান পৃথ্বী। তখনই তার বাঁ পায়ের গোড়ালি মচকে যায়। প্রায় নব্বই ডিগ্রি ঘুরে যায় পৃথ্বীর গোড়ালি।
সঙ্গে সঙ্গে মাঠের মধ্যে পড়ে কাতরাতে থাকেন অভিষেক টেস্টে শতরান করে সাড়া ফেলে দেওয়া এই ব্যাটসম্যান। মাঠে ছুটে আসেন দলের ফিজিও এবং মেডিক্যাল স্টাফরা। আঘাত গুরুতর বুঝে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দেশের মাটিতে নিজের অভিষেক টেস্টেই শতরান করে সাড়া ফেলে দেন উনিশ বছরের পৃথ্বী। অস্ট্রেলিয়ায় গিয়ে প্রস্তুতি ম্যাচে ৬৯ বলে ৬৬ করার পরে প্রথম টেস্টে তার খেলা প্রায় নিশ্চিত ছিল। আগামী ৬ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হবে প্রথম টেস্ট। বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, দলের মেডিক্যাল স্টাফরা পৃথ্বীর চোটের বিষয়টি নজরে রাখছেন। সূত্র: ক্রিকবাজ
বিডি প্রতিদিন/কালাম