মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেই উপলক্ষে ইতিমধ্যেই জোর তোড়জোড় শুরু হয়ে গেছে দুই পরিবারে। নিক জোনাস, জো জোনাস, সোফি টার্নাররা ইতিমধ্যেই ভারতে এসে পৌঁছেছেন। যার জন্য নিরাপত্তার আঁটসাট ব্যবস্থা করা হয়েছে যোধপুর জুড়ে। আলোচিত এ জুটির বিয়ের রিসেপশনে দাওয়াত পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সব কিছু ঠিক থাকলে ৪ ডিসেম্বর রিসেপশনে থাকবেন তিনি।
এছাড়া এই অনুষ্ঠানে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে অন্যতম নাম হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, কয়েক দিন আগে ভারতীয় প্রধানমন্ত্রীর অফিসে তার সঙ্গে দেখা করতে যান প্রিয়াঙ্কা চোপড়া। তবে ব্যস্ততার কারণে তাদের দেখা হয়নি। দেখা না হলেও প্রধানমন্ত্রী মোদি তাদের নিমন্ত্রন পেয়েছেন। শুধু তাই নয়, তিনি ঘনিষ্ঠ মহলে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার ইচ্ছেও প্রকাশ করেছেন বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম