মা এবং বাবার খুব অদ্ভুত কম্বিনেশন আমি। তবে ওদের চেয়ে একটু বেশি পাগল (হেসে)। বাবার মতো খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিই। আর মায়ের মন পেয়েছি। আমরা সহজে কারও সঙ্গে অ্যাটাচড হই না। এক বার হলে ছাড়ানো মুশকিল।
শুক্রবার আনন্দবাজারকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন সাইফ কন্যা সারা আলি খান।
সারা আরও জানান, আমি বরাবর মায়ের কাছেই থেকেছি। আমাকে আর ভাই ইব্রাহিমকে খুব যত্ন করে মা বড় করেছেন। না চাইতেই পছন্দের জিনিস হাতে পেয়ে যেতাম। মেটিরিয়্যালিস্টিক ছিলাম না। কিন্তু মা কোনও দিন অভাব বুঝতে দেননি। তবে মা সব সময়ে বলতেন, ‘ছবির সাফল্য আমি এনে দিতে পারব না। ওটা তোমাকে অর্জন করতে হবে। বাবার চিন্তাশক্তি আর মায়ের মনটা পেয়েছি বলেও জানান সারা।
বিডি প্রতিদিন/১ ডিসেম্বর ২০১৮/আরাফাত