সাবেক পর্নস্টার সানি লিওন এখন বলিউড অভিনেত্রী। তারপরও সানি লিওন মানে এখনও আলাদা কিছু, মনে আসে ভিন্ন চরিত্র। টগবগে দৃশ্য, উত্তেজনায় ভরপুর। তবে, নীল ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অনেক দিন আগেই। এখন বলিউডে শক্তভাবে নিজের অবস্থান তৈরি করেছেন। ভক্তদেরও আগ্রহের শেষ নেই সানি লিওনকে নিয়ে। এবার সোশ্যাল মিডিয়ায় অর্ধনগ্ন ছবি পোস্ট করে আলোচনায় এলেন তিনি।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন সানি লিওন। যেখানে তার ঊর্ধাঙ্গ অনাবৃত দেখা যাচ্ছে। যে ছবি শেয়ার করে সানি প্রশ্ন তোলেন, 'এই ছবির জন্যই কি আপনারা অপেক্ষা করছিলেন?'
ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত
এরপরই সোশ্যাল মিডিয়ায় সানি লিওনকে নিয়ে শুরু হয়ে গেছে আলোচনা-সমালোচনা। কেউ কেউ বলছেন, নিজের অতীতকে ভুলতে পারেননি সাবেক এই পর্নস্টার। তাই মাঝে মধ্যে বোল্ড অবতরে হাজির হয়ে ভক্তদের সেই কথা মনে করিয়ে দেন তিনি।
বিডি-প্রতিদিন/০১ ডিসেম্বর, ২০১৮/মাহবুব