বাংলাদেশের ৮৬ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'দহন', 'পাঠশালা' ও 'ভিলেন' নামের তিনটি সিনেমা। শুক্রবার (৩০ নভেম্বর) ছবিগুলো মুক্তি পায়।
এর মধ্যে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত রায়হান রাফী পরিচালিত ‘দহন’ মুক্তি পেয়েছে ৪৭ সিনেমা হলে। ফয়সাল রদ্দি ও আসিফ ইসলাম পরিচালিত ‘পাঠশালা’ মুক্তি পেয়েছে রাজধানীর ২টি সিনেপ্লেক্সে। আমদানিতে মুক্তি পাওয়া কলকাতার আরেক ছবি ‘ভিলেন’ পেয়েছে ৩৭ সিনেমা হল।
রাজধানী ঢাকায় স্টার সিনেপ্লেক্স, বসুন্ধরা সিটি, ঢাকাব্লকবাস্টার সিনেমাস – যমুনা ফিউচার পার্ক, শ্যামলী সিনেমা, মধুমিতা সিনেমা- ঢাকা, বলাকা সিনেওয়ার্ল্ড, চিত্রামহল সিনেমা, রানীমহল সিনেমা, চম্পাকলি সিনেমা হলে চলছে 'দহন'। এছাড়া ঢাকার বাইরে বিভাগীয় শহর ও জেলা শহরে ছবিটি মুক্তি পেয়েছে।
প্রতীক্ষিত আরেক ছবি ‘পাঠশালা’ চলছে স্টার সিনেপ্লেক্স ও যমুনা শপিং মলের ব্লকবাস্টার সিনেমাসে।
এদিকে অভিসার, জোনাকী, এশিয়া ও সনি সিনেমা হলসহ রাজধানীর মধ্যে মোট ১৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে সবচেয়ে বেশী (৩৭) প্রেক্ষাগৃহ দখলে নিয়েছে সাফটা চুক্তির ভিত্তিতে মুক্তি পাওয়া ছবি ‘ভিলেন’।
এন ইউ আহমেদ ট্রেডার্সের ব্যানারে আমদানিতে মুক্তি পাওয়া কলকাতার ছবি ‘ভিলেন’-এ অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, মিমি চক্রবর্তী, ঋতিকা সেন। বিনিময়ে পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে ‘রানা পাগলা : দ্য মেন্টাল’।
বিডি প্রতিদিন/১ ডিসেম্বর ২০১৮/হিমেল