ক্যান্সারের চিকিৎসা করাতে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে ছিলেন অভিনেত্রী সোনালি বেন্দ্রে। অবশেষে ভারতে ফিরলেন তিনি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি পোস্ট করে সোনালি লিখেছেন, ‘যেখানে আমার মন পড়ে রয়েছে সেখানে ফিরছি আমি। এই ফেরার অনুভূতিটা ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার নেই।’
ইনস্টাগ্রামে নিজের বিমানবন্দরের বসে থাকার একটি ছবি পোস্ট করেছেন সোনালি। সেখানে তিনি লিখেছেন,‘ আবার আমি আমার পরিবারের লোকেদের দেখতে পাব। বন্ধুদের দেখতে পাব। সেই আনন্দ ধরে রাখা খুব কষ্টকর। ভীষণভাবে উচ্ছ্বসিত আমি।’
চলতি বছরের জুলাই মাসে ক্যান্সার ধরা পড়েছিল সোনালির। তারপর তিনি চিকিৎসার জন্য নিউ ইয়র্কে উড়ে যান। সেখানে বেশ কয়েকমাস চিকিৎসার পর মুম্বাইয়ে ফিরলেন সোনালি। সুজান খান, অভিষেক বচ্চন এবং টুইঙ্কল খান্না পাল্টা টুইটে লিখেছেন, ‘প্রিয় বন্ধুকে দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছি।’
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত