ঘনিষ্ঠ প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস। অন্তত এই ছবি সে ইঙ্গিতই দিচ্ছে। ক্যামেরার উল্টো দিকে রয়েছেন নিক। তাকে আলতো ভাবে ছুঁয়ে রয়েছেন প্রিয়াঙ্কা। কিন্তু এ ছবি কবে তুলেছেন তারা?
রবিবার হিন্দু মতে বিয়ে করছেন প্রিয়াঙ্কা-নিক। এর আগের দিন খ্রিস্টান মতে বিয়ে করেছেন এই জুটি। তার মধ্যেই ভাইরাল হয়েছে বিয়ের আগে তোলা নবদম্পতির এই ছবি।
গুঞ্জন উঠেছে, একটি বিদেশি ম্যাগাজিনের জন্য নাকি প্রি-ওয়েডিং ফোটোশুট করিয়েছিলেন প্রিয়াঙ্কা-নিক। এ ছবি সেই সিরিজের।
ওই ম্যাগাজিনকে প্রিয়াঙ্কা জানিয়েছেন, ২০১৬ সালের সেপ্টেম্বরে প্রথম নিক তাকে একটি মেসেজ করেন। ২০১৭-তে ভ্যানিটি ফেয়ার অস্কারের আফটার পার্টিতে নাকি প্রথম তাদের দেখা হয়। ওই বছরই দ্বিতীয়বার মেট গালাতে দেখা হয় তাদের। তারপরই নিজের বাড়িতে নিককে আমন্ত্রণ জানান তিনি। কিছুটা সময় এক সঙ্গে কাটিয়েছিলেন। কিন্তু তখনও তাদের মধ্যে নাকি কোনও রোম্যান্সের সম্পর্ক ছিল না।
এরপর এক বছর নাকি প্রিয়াঙ্কা-নিকের দেখা হয়নি। ২০১৮-এর মেট গালাতে ফের দেখা হয়। তারা ডেট করতে শুরু করেন। এরপরই নাকি বিয়ের সিদ্ধান্ত নেন এই জুটি। সূত্র: আনন্দবাজার
বিডি প্রতিদিন/কালাম