বলিউড তারকা অভিনেতা রণবীর সিং ধারাবাহিকভাবে সুপারহিট সিনেমা উপহার দিচ্ছেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে এরই মধ্যে তিনি অর্জন করেছেন অসংখ্য ভক্তের হৃদয়। সম্প্রতি রণবীর জানালেন বড় পর্দায় অভিনয়ে তার আদর্শ কারা।
সেই তালিকায় প্রথমেই আছে নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ ও অনিল কাপুর। তাছাড়া অমিতাভ বচ্চনকেও অনুসরণ করেন তিনি।
এ প্রসঙ্গে সম্প্রতি একটি সাক্ষাৎকারে রণবীর সিং গোবিন্দকে নিয়ে বলেন, আবেগ, কমেডি ও নাচ; যাই হোক না কেন। তিনি প্রতিটি বিষয় দুর্দান্ত অভিনয় করে মেধার পরিচয় দিয়েছেন।
অনিলকে নিয়ে ‘পদ্মাবত’খ্যাত অভিনেতা বলেন, তিনি তার প্রথম সিনেমার মত প্রতিটি সিনেমায় যত্নের সঙ্গে কাজ করেন। তাছাড়া তিনি অতি-আত্মবিশ্বাসী নন। তার ভেতর অভিনয়ের খুদা আছে ও সবসময় নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ