Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
প্রকাশ : ২১ জানুয়ারি, ২০১৯ ১১:২২

৫৩ বছর বয়সে ৬০'র বেশি 'বেঞ্চপ্রেস' করলেন সালমান! (ভিডিও)

অনলাইন ডেস্ক

৫৩ বছর বয়সে ৬০'র বেশি 'বেঞ্চপ্রেস' করলেন সালমান! (ভিডিও)
ফাইল ছবি

চলতি বছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে সালমান খানের নতুন ছবি 'ভারত'র। ছবিটির পরিচালনা করছেন আলি আব্বাস। সালমান খানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। ছবিতে সালমান খানকে কুড়ি থেকে ৭০ বছরের দেখানো হয়েছে। অবশ্যই ‘ভারত’ ছবির জন্য অধীর অপেক্ষায় তার ভক্তরা। 

তবে ইদানীং  কাজের ফাঁকে নানা অনুষ্ঠানে দেখা যাচ্ছে সালমান খানকে। সম্প্রতি মুম্বাইয়ের একটি ‘জিম’ উদ্বোধনে এসে সেখানে নিজের ফিটনেসের নমুনা দেখালেন তিনি। ৫৩ বছর বয়সে প্রায় ষাটের বেশি ‘বেঞ্চপ্রেস’করলেন তিনি। এই ব্যায়ামটি চেস্ট মাসলস এর জন্য করা হয়। তবে নতুনরা এই ব্যায়াম করলে বিপদ হতে পারে। তাই এই ছবি তিনি তাঁর ইনস্টা পোস্টে দিয়ে তার ফ্যানদের সতর্ক করে দেন।

সালমান সেই পোস্টে লেখেন, ‘‘রোজ করলে ঠিক আছে, তবে নতুন হলে অবশ্যই ট্রেনারের সঙ্গে পারামর্শ করে করতে হবে’’। 

এমনিতে ভারতীয় সিনেমায় এখন যে সব নায়ক নায়িকাকে স্বাস্থ্যচর্চা করতে দেখা যায়, তাদের পথপ্রদর্শক হলেন সালমান খান। নিজের ব্যক্তিগত ‘জিম’এ অনেক নতুন তারকাদের ট্রেনার দিয়ে শরীর গঠন করতে উৎসাহ দিয়েছেন। তাই নিজের ফ্যানদের কাছে ভিডিও পৌঁছানর সঙ্গে সঙ্গে সতর্ক করে দিয়েছেন।

https://www.instagram.com/p/BsxyYqIg1mq/?utm_source=ig_web_copy_link


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর


আপনার মন্তব্য