বৈশাখী টেলিভিশনের সঙ্গীতবিষয়ক অনুষ্ঠান ‘মিউজিক ট্রেন’এ প্রচারিত হবে হাবিব ওয়াহিদের গান। অনেক প্রতিশ্রুতিশীল শিল্পীই নিয়মিত মিউজিক ভিডিও নির্মাণ করে থাকেন। অনেক সময় অডিও গানের চেয়ে গানের ভিডিওটিই ব্যাপক জনপ্রিয়তা পায়। নির্বাচিত বেশ কয়েকটি গানের ভিডিও নিয়েই মিউজিক ট্রেন।
সেই সাথে থাকছে জনপ্রিয়তার ভিত্তিতে টপচার্ট। প্রচারিত গানের ভিডিওগুলো থেকে থাকছে দর্শকদের জন্য মজার মজার কুইজ। উত্তরদাতাদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার।
তাসনুভা মোহনার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহ্ আলম। এ পর্বে যাদের গানের ভিডিও দেখানো হবে জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও শিল্পী হাবিব ওয়াহিদের 'আনমনা মন', শিল্পী মুহাম্মদ মিলনের 'যা পাখি', সঙ্গীতশিল্পী মুহিন খানের 'হারানোর ভয়'।
প্রতি শুক্রবার রাত সাড়ে ৯ টায় প্রচার হচ্ছে ‘মিউজিক ট্রেন’ অনুষ্ঠানটি।
বিডি প্রতিদিন/ফারজানা