বৈশাখী টেলিভিশনের শুক্রবারের বিশেষ একক নাটক ‘মিষ্টি ভাবী’। নাটকটি রচনা করেছেন মহিন খান, চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন ইমন রাবেক।
নানা হাস্যরস আর রোমান্টিক কাহিনীর এ নাটকে অভিনয় করেছেন নিশাত প্রিয়ম, আকাশ রঞ্জন, অবাক রায়হান রিয়াদ প্রমুখ।
‘মিষ্টি ভাবী’ নাটকটি প্রচারিত হবে আগামীকাল শুক্রবার রাত ১১ টায়।
বিডি প্রতিদিন/ফারজানা