সাফল্যের ৫০ পর্ব পেরিয়ে ৫২ পর্বে পা রাখছে বৈশাখীর গেম শো ‘লেডি উইনার’। প্রচারিত হবে আগামীকাল শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে।
স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিাক্ষাদের নিয়েই মূলত এ অনুষ্ঠান। এ পর্বে অংশ নিয়েছেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী। এরা হলেন কণা, মৃদুলা, পলি, আশফাত, ঐশি, অর্পা।
গেম, কুইজ, নাচ, গান, অভিনয়, ছবি দেখে প্রশ্নের উওর দেয়াসহ সাজানো থাকে নানা বিভাগ। তুমুল প্রতিযোগিতার মধ্য দিয়ে বিজয়ীকে নির্বাচিত করা হয়।
মেহেজাবিন রিনতির উপস্থাপনায় কুইজ এবং নানা রকম খেলাধুলা ছাড়াও দেখানো হবে তাদের নানা সৃজনশীল কাজ। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আলমগীর রাসেল, শারমিন দীপ্তি ও শাহ্ আলম।
বিডি প্রতিদিন/ফারজানা