নিক-প্রিয়াঙ্কার স্বর্গে তাহলে কি অশনি সংকেতের হাতছানি? সবকিছু কি ঠিকঠাক চলছে না ওদের মধ্যে? মাত্র চার মাসেই বিচ্ছেদের হাতছানি? এ রকমই সব প্রশ্ন একসঙ্গে ধেয়ে আসছে এই মুহূর্তে। বিবাহিত জীবনে অনেক কিছুই ঠিকঠাক নেই নিক-প্রিয়াঙ্কার মধ্যে। ওরা ঝগড়া করছেন প্রায় সবকিছু নিয়েই।
নিজেদের ওয়ার্ক সিডিউল, পার্টি অ্যাটেন করা, একসঙ্গে সময় কাটানোর মতো সময় বার না করতে পারা- এমন সবকিছু নিয়েই তুমুল অশান্তির কালোঝড় এখন নিক-প্রিয়াঙ্কার ৪১২৯ বর্গফুটের ৪৫ কোটিরও বেশি দামের বেভারলি হিলসের বাংলোয়।
‘বিয়ের সিদ্ধান্তে বড্ড তাড়াতাড়ি পৌঁছেছিল ওরা, এখন তার মাশুল গুণতে হচ্ছে’- জানাচ্ছে নিউইয়র্কের বিশেষ সূত্র।
সেই সূত্র থেকে আরও জানা যাচ্ছে, প্রথম দিকে নিক ভেবেছিলেন, প্রিয়াঙ্কা মানিয়ে নিতে পারা ইজিগোয়িং মেয়ে। কিন্তু বিয়ের চার মাস যেতেই নিক বুঝতে পারছেন প্রিয়াঙ্কা তাকে সব কিছুতেই নিয়ন্ত্রণ করতে চাইছেন। তাছাড়া প্রিয়াঙ্কা মাঝে মাঝেই মেজাজও হারান।
বিয়ের অনুষ্ঠান মিটে যাওয়া পর্যন্ত প্রিয়াঙ্কাকে নিয়ে নিকের ধারণা ছিল প্রিয়াঙ্কা সবেতেই স্বচ্ছন্দ। কিন্তু ধীরে ধীরে তিনি প্রিয়াঙ্কার এইসব বৈশিষ্ট্য চিনতে পারেন। ফলে এখন অবস্থা যা দাঁড়িয়েছে, তাতে নিকের পরিবার নিককে বলছে, ‘যত তাড়াতাড়ি পারো ডিভোর্সটা সেরে ফেলার চেষ্টা করো’।
নিকের মতো নিকের পরিবারের অন্য সদস্যরাও ভেবে নিয়েছিলেন, প্রিয়াঙ্কা যথেষ্ট পরিণত আর তিনি এই মুহূর্তে বাচ্চার মা হয়ে ‘সেটলড’ হতে চায়। কিন্তু যত দিন গেছে নিকের পরিবারের সদস্যরা বুঝতে পেরেছেন, প্রিয়াঙ্কা আসলে পার্টিগার্ল। যার হাবভাব ২১ বছরের মেয়েদের মতো। নিকের পরিবারের বেশিরভাগ সদস্যরাই মনে করছেন, বিয়ের আগে ওদের দু’জনেরই একটা প্রারম্ভিক চুক্তি করে নেওয়া উচিত ছিল। তা না করে ওরা মারাত্মক ভুল করেছেন। কোনও কোনও সূত্র থেকে ওঁদের মধ্যে টাকাপয়সা আর সম্পত্তি নিয়ে ঝগড়া বাধার খবরও উঠে আসছে।
মাত্র চার মাস আগে ২০১৮ ১ ডিসেম্বর যোধপুরের উমেদ ভবনে রাজকীয়ভাবে বিয়ে করেছিলেন নিক আর প্রিয়াঙ্কা। একদিকে খ্রিস্টান আর একদিকে হিন্দু, এই দুই মতেই তিনদিন ধরে চলেছিল বিয়ের উৎসব।
পরে মুম্বাইয়ে ওরা রিসেপশনও দেন। নিক-প্রিয়াঙ্কার বিয়ের দিন চারেক পর নিউইয়র্কের ম্যাগাজিনে প্রিয়াঙ্কাকে সমালোচনা ও হেয় করে একটি নিবন্ধে এক সাংবাদিক নিক-প্রিয়াঙ্কার বিয়ের স্বরূপ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেই নিবন্ধের হেডিং ছিল: ‘ইজ প্রিয়াঙ্কা চোপড়া অ্যান্ড নিক জোনাস লাভ ফর রিয়েল?’ শুধু তাই নয়, সেই নিবন্ধে দাবি করা হয়েছিল যে নিক নিজের ইচ্ছার বিরুদ্ধে এই বিয়েতে এগিয়ে গিয়েছিলেন বলে। বলিউডে বেশ কিছু সফল হিন্দি ছবির পর ২০১৫-র সেপ্টেম্বর মাসে প্রিয়াঙ্কা হলিউড পাড়ি দেন। ‘কোয়ান্টিকো’-র জন্য চুক্তিবদ্ধ হন এবিসি স্টুডিওর সঙ্গে।
অন্যদিকে, ১১৭ দিনের মাথায় যখন নিক-প্রিয়াঙ্কার বিয়ে ভাঙার কথা শোনা যাচ্ছে, এদিকে জোনাস-দম্পতি শনিবারই রওনা দিয়েছিলেন জোনাস ব্রাদার্স-দের প্রথম কনসার্টের জন্য। মঞ্চে জোনাস ভাইরা যখন গান গাইছিলেন দর্শকাসনে বসে তখন উৎসাহ জোগাচ্ছিলেন প্রিয়াঙ্কা। সঙ্গে ছিলেন শাশুড়ি ড্যানিয়েল জোনাস এবং ভাসুর ফ্র্যাঙ্কি।
বিডি প্রতিদিন/৩১ মার্চ ২০১৯/আরাফাত