ঈদুল ফিতরে মুক্তি পেতে যাওয়া ‘নোলক’ সিনেমার প্রথম গান ‘শীতল পাটি’ নিয়ে হাজির হলেন শাকিব খান ও ইয়ামিন হক ববি জুটি। বৃহস্পতিবার ইউটিউব চ্যানেল ববস্টার ফিল্মস-এ মুক্তি পেলো গ্রামীণ আবহে নির্মিত এই গানটি। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীত গায়ক আসিফ আকবর।
‘শীতল পাটির পাতা হাসে, হাসে মাটির হাঁড়ি/আমন ধানের মাড়াই হাসে, হাসে তাঁতের শাড়ী’ এমন কথায় গ্রাম বাংলার ঐতিহ্যকে উপজীব্য করা হয়েছে গানটিতে। গানটি লিখেছেন ফেরারী ফরহাদ, আর সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ুন।
উল্লেখ্য, শাকিব-ববি ছাড়াও ‘নোলক’ সিনেমায় আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, নিমা রহমান, শহীদুল আলম সাচ্চু, কলকাতার রজতাভ দত্ত প্রমুখ। গানটি দেখতে এখানে ক্লিক করুন
বিডি-প্রতিদিন/শফিক