ঢালিউডের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অরুণা বিশ্বাসকে দেখা যাবে অসম প্রেম কাহিনী নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'প্রেম বিলাসী'তে। এটি নির্মাণ করবেন আকাশ আমিন।
'প্রেম বিলাসী'তে একজন ডিভোর্সি নারীর চরিত্রে অভিনয় করবেন অরুণা বিশ্বাস। যিনি এক সময় স্বনামধন্য লেখক হিসেবে পরিচিতি লাভ করেন। এতে অরুণা বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন তরুণ অভিনেতা আফফান মিতুল। আরেকটি চরিত্রে অভিনয় করবেন নোমান রহমান।
নির্মাতা আকাশ আমিন বলেন, অরুণা বিশ্বাস ম্যামকে গল্পটি শুনানোর সাথে সাথেই ম্যাম কাজটি করার জন্য রাজি হন, আর গল্পটির দারুণ প্রশংসা করেন।
'প্রেম বিলাসী' স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রযোজনা করবে জোনাকি সিনেমা হল মালিকানাধীন 'জোনাকি এন্টারটেইনমেন্ট'। চিত্রনাট্য লিখেছেন আজিশা রহমান ইতি।
বিডি প্রতিদিন/ফারজানা