২৭ মে, ২০১৯ ১৭:৪৭

বলিউডের প্রখ্যাত অ্যাকশন পরিচালক বীরু দেবগন আর নেই

অনলাইন ডেস্ক

বলিউডের প্রখ্যাত অ্যাকশন পরিচালক বীরু দেবগন আর নেই

ফাইল ছবি

বলিউডের প্রখ্যাত অ্যাকশন পরিচালক বীরু দেবগন মারা গেছেন। আজ সোমবার সকালে মুম্বাইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। 

বীরু দেবগন বলিউড তারকা অজয় দেবগনের বাবা তথা কাজলের শ্বশুর। 

জানা গেছে, সোমবার সকালেই অসুস্থবোধ করলে তাকে মুম্বাইয়ের সান্তাক্রুজ এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

অ্যাকশন ডিরেক্টর হিসেবে বলিউডে বেশ সুনাম বীরুর, যিনি ‘হিন্দুস্তান কি কসম’ ছবিরও পরিচালক ছিলেন। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন ছেলে অজয় দেবগন ও মেগাস্টার অমিতাভ বচ্চন।

মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ এ খবর জানিয়েছেন। টুইটে তারান লিখেছেন, “অজয় দেবগনের বাবা বীরু দেবগন আজ সকালে (২৭ মে) মারা গেছেন। বীরুজি স্বনামধন্য অ্যাকশন ডিরেক্টর ছিলেন। ছেলে অজয় ও অমিতাভ বচ্চন অভিনীত ‘হিন্দুস্তান কি কসম’ও পরিচালনা করেছেন তিনি।”

সোমবার সন্ধ্যা ৬টার দিকে বীরু দেবগনের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন বীরু দেবগন। ‘ক্রান্তি’, ‘সৌরভ’ ও ‘সিংহাসন’ সিনেমায় অভিনয় করেন তিনি। ৮০টিরও বেশি চলচ্চিত্রে তিনি অ্যাকশন দৃশ্যের কোরিওগ্রাফি করেছেন। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর