ঈদ উপলক্ষে রিলিজ হতে যাচ্ছে 'ঈদ মুবারক'। সিডি চয়েসের ব্যানারে খ্যাতিমান ছড়াকার জগলুল হায়দারের কথা ও সুরে খন্দকার বাপ্পি ও কানিজ শিমুর কন্ঠে ভিডিওটি সঙ্গীত পরিচালনা করেছেন মোশারফ আজমী। ইতিমধ্যে গানটির মিউজিক ভিডিওটি নির্মাণ হয়েছে।
ভিডিওটি নির্মাণ করেন দেশী টায়রো টিম ও আপন অপু। ঢাকা ও এর আশেপাশে প্রায় তিন দিনব্যাপী গানটির শুটিং চলে। খুব শিগগিরই সিডি ভিশনের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি রিলিজ করা হবে।
এ প্রসঙ্গে গানটির গীতিকার ও সুরকার জগলুল হায়দার বলেন, ঈদ যেমন আনন্দের, তেমনি তা ত্যাগ ও সহমর্মিতার। ঈদের সেই পবিত্র আনন্দ ও শাশ্বত অনুসঙ্গই নুতুন আঙ্গিকে উপস্থাপিত হইছে এই গানে।
সঙ্গীত শিল্পী খন্দকার বাপ্পি বলেন, এ রকম গান করার অনুভূতি অন্যরকম। অনেক পরিকল্পনা মাফিক গানটির অডিও থেকে শুরু করে ভিডিও নির্মাণে চেষ্টা করেছি। আশা করছি সবার অনেক ভালো লাগবে।
কানিজ শিমু বলেন, প্রথমবার এ রকম গান করলাম, তবে গানটি নিয়ে অনেক বেশি আশাবাদী আমরা।
বিডি প্রতিদিন/২৮ মে, ২০১৯/আরাফাত