এ সময়ের কন্ঠশিল্পী সালমার নতুন মিউজিক ভিডিও 'কে যে কখন'। মাহমুদ মানজুরের কথায় গানটির সুর করেছেন নাজির মাহমুদ। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন মুশফিক লিটু।
ভিডিওটিতে মডেল হয়েছেন নবাগত দুর্জয় সাফায়াত ও এসকে তৃষ্ণা। ভিডিওটি নির্মাণ করেছেন খান মাহি। মিউজিক ভিডিওটি প্রকাশ পাবে ১ জুন সন্ধা ৭টায় জিসান মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
এই ঈদে সালমার এক মাত্র ‘কে যে কখন’ মিউজিক ভিডিওটি প্রকাশ পাবে। ঈদ উপলক্ষে ‘কে যে কখন’ গানটি জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে মুঠোফোন প্রতিষ্ঠানের মিউজিক প্ল্যাটফর্ম জিপি মিউজিক, বাংলালিংক ভাইব ও রবি স্প্ল্যাশে অ্যাপে গানটি প্রকাশিত হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার