ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে প্রথমবার সাংসদ নির্বাচিত হয়েছেন কলকাতার দুই জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান। প্রথম দিন সংসদে গিয়ে ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন তৃণমূলের সাংসদ। পাশ্চাত্য পোশাকে সংসদে যাওয়ায় তাদের নিয়ে সমালোচনা ঝড় ওঠে। তাদের যতরকমভাবে সম্ভব সমালোচনা আর বিদ্রুপ করেছেন অনেকে।
তৃণমূলের দুই নবনির্বাচিত সাংসদ ভোটে দাঁড়ানোর পর থেকেই বিভিন্ন কারণে সমালোচিত হতে হয়েছে। এমনকি তাদের জয়ের পরও ভোটারদের নির্বুদ্ধিতা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। সংসদের সামনে ছবি তোলার পর সেই সমালোচনার হার কয়েক গুণ বেড়ে যায়। এবার সেইসব সমালোচকদের একহাত নিলেন কলকার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। বেশ কয়েকজন সমালোচককে উল্লেখ করে তাদের টুইটের আলাদাভাবে জবাবও দিয়েছেন স্বস্তিকা।
টুইটারে স্বস্তিকা লিখেছেন, বেশ করেছে সংসদের সামনে ছবি তুলেছে। আমরা তো শুতে বসতে সবসময়ই ছবি তুলি। এটা ওদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। মানুষ ওদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন। ওদের সংসদে যাওয়ার অধিকার রয়েছে। তাছাড়া সংসদের নিয়মাবলীতে কোথাও লেখা, নেই যে জিন্স পরে সেখানে যাওয়া যাবে না। তাই দয়া করে এধরনের অকারণ সমস্যা তৈরি করবেন না।
বিডি প্রতিদিন/ফারজানা