কুরআনের আলো প্রতিভার সন্ধানে প্রতিযোগিতার গ্রান্ড ফিনালে- ২০১৯ আগামীকাল রবিবার অনুষ্ঠিত হবে। কুরআনের আলো ফাউন্ডেশনের আয়োজনে গ্রান্ড ফিনালের আসর শুরু হবে রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁ'তে বিকেল ৪টায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের চেয়ারম্যান নিয়াজ রহিম। জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার এ আসরে সভাপতিত্ব করবেন আলহাজ্ব সুফি মো. মিজানুর রহমান।
বিডি প্রতিদিন/ফারজানা