টানা দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন নরেন্দ্র মোদি। তার জনপ্রিয়তা এখন আকাশছোঁয়া। এর মধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে ডিনার করার ইচ্ছে প্রকাশ করলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিনা দ্বিধায় স্বীকার করেন এ কথা।
ক্যাটরিনা কাছে জীবিত অথবা মৃত, তিন ব্যক্তির নাম জানতে চাওয়া হয়। যাদের সঙ্গে ডিনারে যেতে চান।
নায়িকা উত্তর দেন, “মেরিলিন মনোরো, নরেন্দ্র মোদি এবং কনডোলিজা রাইস।”
যদিও কেন এই তিন ব্যক্তির নাম বললেন, তার ব্যখ্যা দেননি ক্যাটরিনা। কিন্তু মোদির নাম বলার পর নায়িকার রাজনৈতিক পরিচিতি নিয়ে চর্চা শুরু হয়েছে নানা মহলে।
আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ছবির মাধ্যমে দীর্ঘদিন পরে বড়পর্দায় ফিরছে সালমান-ক্যাটরিনা জুটি। আসন্ন ইদে মুক্তি পাবে ছবিটি। ফের তাদের রোম্যান্স দেখার সুযোগ পাচ্ছেন দর্শক। এটি একটি কোরিয়ান ছবির রিমেক। যেখানে একজন সাধারণ মানুষের জীবন, জার্নির মধ্যে দিয়ে দেখানো হবে ভারতের ইতিহাস।
বিডি প্রতিদিন/কালাম