শুধুমাত্র ভাল বন্ধুত্ব নয়। দীপিকা পাড়ুকোন এবং রণবীর কাপুরের সম্পর্কটা ছিল বন্ধুত্বের থেকেও কিছুটা বেশি। তারা যে এক সময় প্রেম করতেন, এ গুঞ্জন ইন্ডাস্ট্রিতে নতুন নয়। যেকোনও কারণেই হোক, সে সম্পর্ক পরিণতি পায়নি। রণবীর সিংহকে বিয়ে করেছেন দীপিকা।
অন্যদিকে আলিয়া ভাটের সঙ্গে রণবীর কাপুরের সম্পর্কের জল্পনা রয়েছে ইন্ডাস্ট্রিতে। তবে দীপিকা-রণবীর এখনও বন্ধু। সম্প্রতি এই জুটির নাচ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
রণবীর-দীপিকার জনপ্রিয় ছবি ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’। ২০১৩, ৩১ মে মুক্তি পেয়েছিল অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ওই ছবি। তার ৬ বছর পূর্তিতে ‘বলম পিচকারি’ গানের সঙ্গে নেচেছেন এই দুই তারকা। চলতি বছরের মার্চে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের পর এই ভিডিও শুট করা হয়েছিল বলে জানা গেছে।
রণবীর কাপুরের পরিবারের সঙ্গেও দীপিকার ব্যক্তিগত সম্পর্ক বেশ ভাল। দীর্ঘদিন ধরে আমেরিকায় ক্যানসারের চিকিৎসার জন্য রয়েছেন রণবীরের বাবা ঋষি কাপুর। সেখানেও দেখা করতে গিয়েছিলেন দীপিকা। সে ছবি সোশ্যাল ওয়ালে শেয়ার করেছিলেন নীতু কাপুর। ফলে প্রেম না থাকলেও বন্ধুত্ব বাঁচিয়ে রাখতে জানেন দীপিকা-রণবীর।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
বিডি প্রতিদিন/কালাম