বলিউডের মহাতারকা সালমান খানের ছবি মানেই উন্মাদনা। তার নতুন ছবি 'ভারত' মুক্তি পাচ্ছে আগামী ৫ জুন। প্রথম শোতেই ছবিটি দেখতে এরইমধ্যে পুরো একটি প্রেক্ষাগৃহ বুক করেছে সাল্লু ভাইয়ের এক ভক্ত। খবর ডেকান ক্রনিকলের। আশিষ সিংহল নামের ওই ভক্তের বাড়ি মহারাষ্ট্রের প্রাচীন শহর নাসিকে।
ভাইজানকে পর্দায় দেখতে এর আগে মুম্বাইয়ের জনপ্রিয় একটি প্রেক্ষাগৃহের দেড়শ সিট বুকিং দিয়েছিল এক ভক্ত। নেপালেও ঘটেছে এমন ঘটনা। একটি মলের মধ্যে পুরো প্রেক্ষাগৃহ ভাড়া করেছে দেশটির সালমান খানের ভক্তেরা।
সালমান খানের সাথে এই ছবিতে নায়িকা হিসেবে আছেন ক্যাটরিনা কাইফ। আরও অভিনয় করেছেন দিশা পাটানি, টাবু, সুনীল গ্রোভার ও জ্যাকি শ্রুফ। ছবিটি পরিচালনা করেছেন আলী আব্বাস জাফর।
বিডি প্রতিদিন/ফারজানা