ডিজিটাল প্লাটফর্মে আবারও আসছে তুমুল জনপ্রিয় ওয়েব সিরিজ ‘স্যাক্রেড গেমস’। এরই মধ্যে ইউটিউবে প্রকাশ পেয়েছে এর ট্রেলার। নতুন সংস্করণটি যৌথভাবে পরিচালনা করেছেন অনুরাগ ক্যাশাপ ও নীরাজ ঘায়ান।
স্যাক্রেট গেমস ওয়েব সিরিজ জুড়ে রয়েছে নানা ঘটনার ঘনঘটা। কখনও কংগ্রেসের শাসন আমলে মুম্বাইয়ের অপরাধ জগৎ কখনও আবার ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা, রয়েছে বোর্ফোস কেলেঙ্কারি আর ১৯৮৫ সালের আলোচিত শাহ বানু মামলা।
তুমুল জনপ্রিয়তার দরুণ এমন সব গল্পেই এবার নির্মিত হলো সিরিজটির দ্বিতীয় কিস্তি। বিক্রম চন্দ্রের স্যাক্রেড গেমস থ্রিলার উপন্যাস অবলম্বনে নির্মিত এই ওয়েব সিরিজটির চিত্রনাট্যকার বরুণ গ্রোভার।
দ্বিতীয় কিস্তির ট্রেইলারে নতুন কিছু যুক্ত করেছেন নির্মাতা। বিশেষ করে ওয়েব সিরিজটিতে অভিনেতা হিসেবে রণবীর শোরে ও কাল্কি কোয়েচলিনের অন্তর্ভূক্তি নতুন কিছুরই ইঙ্গিত দেয়। আর পঙ্গজ ত্রিপাঠিকে দেখা গেছে একজন গুরুজির চরিত্রে।
বিডি প্রতিদিন/কালাম