ট্রোলিং এখন সোশাল মিডিয়ার এক অতি পরিচিত শব্দবন্ধনীতে পরিণত হয়েছে। প্রতিদিনই কেউ না কেউ ট্রোলড হচ্ছেন ফেসবুক-টুইটার-ইনস্টাগ্রামে। বিশেষত সেলেব্রিটিদের শেয়ার করা ছবি বা কমেন্ট প্রতিমুহূর্তে স্ক্যানড হচ্ছে নেটিজেনদের চোখের তলায়। কীভাবে বিষয়টা হ্যান্ডেল করেন তারকারা? তাপসী পান্নু একটা মজাদার উত্তর দিলেন।
তাপসীর কাছে এই ধরনের ট্রোল একটা বিনোদনের মতো। তিনি চান না ট্রোলারদের মানসিকতার কোনও পরিবর্তন করতে।
তাপসী সোশাল মিডিয়ায় বলেন, "আমি চাই না ওরা বদলে যাক। ওরা একটা বিনোদনের মতো। ওদের রসিকতা বোধ বদলানোর কোনও প্রত্যাশা করাই উচিত নয়।"
সম্প্রতি তাপসীকে এক সোশাল মিডিয়া ইউজার 'চিপ অ্যাক্টর' বলে মন্তব্য করেন। তার উত্তর দিতে গিয়ে তাপসী বলেন, "ওকে স্যার। তাহলে কবে থেকে আপনি আমায় থেরাপি সেশন দিচ্ছেন? আর একই সঙ্গে আপনি আমায় এটাও শিখিয়ে দেবেন যে কীভাবে একজন 'মূল্যবান অ্যাক্টর' হওয়া যায়।"
তাপসীর কমেন্ট পড়ে তার এক শুভাকাঙ্খী বলেন যে, এইসব ট্রোলাররা কোনও দিনও বদলাবে না। সেই মন্তব্যের উত্তর দিতে গিয়েই তাপসী বলেন যে, তিনি ট্রোলারদের কোনও রকম পরিবর্তনই করতে চান না।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন