'লাভ আজ কাল ২' ও 'কুলি নাম্বার ১' ছবির রিমেক নিয়ে ব্যস্ত সময় পার করছেন নবাবকন্যা সারা আলী খান। এরমধ্যে র্যাম্পেও অভিষেক হয়ে গেল তার। শুক্রবার দিল্লিতে একটি ফ্যাশন শোয়ে মডেলিং করেন সারা।
এদিন তিনি পরেছেন ফাল্গুনী শেন পিককের ডিজাইন করা লেহেঙ্গা। এসময় তার 'লাভ আজ কাল ২' এর সহশিল্পী কার্তিক আরিয়ান ও ভাই ইব্রাহিম আলী খান উপস্থিত ছিলেন। হাঁটা শেষে সবাইকে 'আদাব' জানান সারা। তার সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল
র্যাম্পে হাঁটা শেষে সারা বলেন, এই প্রথমবার আমি এতে হেঁটেছি। এখন আমি যদি বলি আমি মোটেও নার্ভাস ছিলাম না তাহলে মিথ্যা বলা হবে। আমি সত্যিই খুব নার্ভাস ছিলাম তবে মজাও পেয়েছি।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/ফারজানা