বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক কার্যনির্বাহী পরিষদের ২০১৯-২১ মেয়াদি নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। ১৯ সাধারণ সদস্য পদের বিপরীতে প্রার্থী হয়েছিলেন ৪১ জন। মোট ভোটার ছিলো ১৪১ জন। এবার ভোট কাস্ট হয়েছে ১৩৪টি।
কার্যনির্বাহী পরিষদের বাকি ১৮ সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন সামসুল আলম, ইস্পাহানী, কামাল মোহাম্মাদ লিপু, মেহেদী হাসান সিদ্দিকী মনির, মোর্শেদ খান হিমেল, রশীদুল আমিন হলি, জাহিদ হোসেন, এ. জে. রানা, মোহাম্মদ হোসেন, ইয়ামিন হক ববি, কামাল লিপু, অপূর্ব রানা, নাদির খান, শহিদুল আলম, ইকবাল হোসেন জয়, ইলা, ড্যানি সিডাক ও আলিমুল্লাহ খোকন। সহযোগি সদস্য নির্বাচিত হয়েছেন আশিকুর রহমান নাদিম ও আজিজ আহমেদ পাপ্পু। এর মধ্যে ১০ জনকে আবার ভোটের মাধ্যমে নির্বাচিত করে এবারের মূল কমিটি গঠন করা হবে।।
খসরু জানান, জিতেছি ১৯ জন, কিন্তু হারিনি কেউ। চলচ্চিত্র নির্মাণে সমস্ত কাজের প্রাধান্য দিব। সরকারের সিনেপ্লেক্স প্রকল্প এগিয়ে নিতে কাজ করবো। সিনেমা হলের দুর্নীতি রোধ করে ই-টিকিটিং ব্যবস্থা চালু করবো।
বিডি প্রতিদিন/ফারজানা