'লায়ন কিং' ছবিতে কণ্ঠ দেয়ার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়ে গেছে শাহরুখপুত্র আরিয়ানের। সে জন্য বেশ প্রশংসিতও হয়েছেন তিনি। বর্তমানে দেশের বাইরে পড়াশুনা নিয়ে ব্যস্ত আছেন আরিয়ান। তবে এবার কাজ না পড়াশুনা নয়, সম্পূর্ণ ব্যক্তিগত কারণে আলোচনায় আরিয়ান।
বলিউডের তারকাসন্তানের মধ্যে আরিয়ান বেশ আলোচিত। সম্প্রতি এক কিশোরীর সঙ্গে তার ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। বৃহস্পতিবার প্রকাশিত সেই ছবিতে আরিয়ান ও ওই কিশোরীকে পার্টি ড্রেসে দেখা গেছে। ছবির দেখার পর অনেকেই ধারণা করছেন ছবির লাল পোশাকের ওই কিশোরীর সঙ্গেই প্রেম করছেন আরিয়ান।
এমন গুঞ্জনকে উস্কে দিচ্ছে মুম্বাই মিররের একটি প্রতিবেদন। সম্প্রতি প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, আরিয়ান লন্ডনের এক ব্লগারের সঙ্গে প্রেম করছেন। আরিয়ানের মা গৌরি খান তার সঙ্গে দেখাও করেছেন।
সূত্র: নিউজ এইটিন
বিডি প্রতিদিন/ফারজানা