সম্প্রতি প্রকাশ হয়েছে নতুন একটি স্বল্পদৈঘ্য চলচ্চিত্র ‘সূর্য-দ্যা ভিলেন’। এই স্বল্পদৈঘ্য চলচ্চিত্রে অভিনেতা হিসেবে রয়েছেন এই সময়ের দর্শকপ্রিয় মডেল শাহিদুজ্জামান রাসেল। তার সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেত্রী নাদিয়া মিম। এটি নির্মাণ করেছেন আদর সোহাগ।
স্বল্পদৈঘ্য চলচ্চিত্রটি ইতিমধ্যে বেশ দর্শকনন্দিত হয়েছে। রাসেল বলেন, ‘এত বেশি পজিটিভ রেসপন্স এবং গ্রহণযোগ্যতা পাবো দর্শকদের কাছে থেকে এটা আমি কখনোই আশা করিনি। ধন্যবাদ সকল দর্শককে এত বেশি ভালোবাসা দেবার জন্য। এভাবেই পাশে থাকবেন। এছাড়া ধন্যবাদ সন্মানিত ডিরেক্টর প্রোডিউসার থেকে শুরু করে এই কাজ সংশিষ্ট সকলকে যাদের কারণে এই শর্ট ফিল্মটি পরিপূর্ণতা পেয়েছে।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ