'কালো মেঘের ভেলা' কবি নির্মলেন্দু গুণের উপন্যাস। এ উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি শুক্রবার মুক্তি পেয়েছে বড়পর্দায়। রূপালি পর্দায় নিজের উপন্যাসের চলচ্চিত্রায়ণ দেখে মুগ্ধ হয়েছেন নির্মলেন্দু গুণ।
রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে এ দিন পরিচালক মৃত্তিকা গুণের প্রথম সিনেমা 'কালো মেঘের ভেলা' দেখতে হাজির হন ছবির কুশলীসহ সংস্কৃতি অঙ্গনের অনেকে।
কালো মেঘের ভেলা নিছক কোনো চলচ্চিত্রই শুধু নয়, এই ভেলাতেই যে ভাসছে মেয়ের স্বপ্নে বাবার পঙ্তিমালা। নিজের উপন্যাসের চরিত্রগুলোকে রুপালী পর্দায় সরব দেখে যারপরনাই উচ্ছ্বসিত বাবাও। প্রশংসা করলেন মেয়ে মৃত্তিকা গুণের নির্মাণশৈলীরও।
চলচ্চিত্রটির চিত্রনাট্য করেছেন প্রয়াত ফারুক হোসেন। ২০১৫ সাল থেকে নির্মাণ শুরু হওয়া চলচ্চিত্রটির বেশিরভাগ অংশের শুটিং হয়েছে নেত্রকোণার বারহাট্টায় কবি নির্মলেন্দু গুণের গ্রামে। এছাড়া কমলাপুর, পুবাইল, তেজগাঁও বস্তিতে অবশিষ্ট শুটিং হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন