রাখি সাওয়ান্তের বিয়ে নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে নববধূর বেশে ধরা দিলেন রাখি সাওয়ান্ত।
ভারতীয় একটি নিউজ পোর্টাল সূত্রে কিছুদিন আগেই জানা গিয়েছিল, আগামী ২৮ জুলাই একটি পাঁচতারা হোটেলে পাত্রের সঙ্গে চুপিসারে বিয়েটা সেরেই ফেলতে চলেছেন রাখি।
শোনা গিয়েছিল, রাখির বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন শুধুমাত্র দুই পরিবারের ঘনিষ্ঠ কিছু সদস্য। অবশেষে সাদা গাউন, মাথায় মুকুট, গলায় হীরের গয়না, হাতে চূড়া ও মেহেন্দি পরে নববধূর বেশে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই ফেললেন রাখি সাওয়ান্ত।
এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই রাখির বিয়ের খবর দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। রাখির পাত্র কে তা জানতে উৎসুক হয়ে ওঠেন অনেকেই। যদিও বিয়ের জল্পনায় জল ঢালেন রাখি সাওয়ান্ত নিজেই।
রাখি জানান, আমি পাঁচতারা হোটেলে একটি ফটোশুটে জন্যই এভাবে সেজেছিলাম। আর এই ছবি দেখেই লোকজন বলা শুরু করেন আমি নাকি বিয়ে করে ফেলেছি। আমি বিবাহিত নই। আমি কোনও সম্পর্কেও নেই। আমি সিঙ্গল।
প্রসঙ্গত, প্রায়শই কোনও না কোনও কারণে খবরে থাকা, বিতর্কে থাকা রাখি সাওয়ান্তের অভ্যাস, আর এক্ষেত্রেও তাই আর নতুন কী!
বিডি প্রতিদিন/৩০ জুলাই, ২০১৯/আরাফাত