বিশ্বব্যাপী আগামী ২ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের নতুন ছবি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস: হবস অ্যান্ড শ’। বাংলাদেশের দর্শকরাও একই দিন থেকে ছবিটি দেখতে পাবেন ঢাকার স্টার সিনেপ্লেক্সে।
ছবিটিতে অভিনয় করেছেন ভিন ডিজেল, ডোয়াইন জনসন, জেসন স্ট্যাথাম, ইদরিস এলবা, হেলেন মিরেন ও ভেনেসা কিরবি। ইদরিস এলবা খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন।
ডেভিড লিচ ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস: হবস অ্যান্ড শ’ ছবিটি পরিচালনা করেছেন। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের প্রথম ছবিটি মুক্তি পেয়েছিল ২০০১ সালের ২২ জুন। সর্বশেষ ছবিটির সিক্যুয়েল 'দ্য ফেট অব দ্য ফিউরিয়াস' মুক্তি পেয়েছিল ২০১৭ সালে।
বিডি প্রতিদিন/ফারজানা