রোশন সিংয়ের সঙ্গে বিয়ের পর আপাতত চুটিয়ে সংসার করছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। কাজ ও সংসার দুটোই সামলাচ্ছেন সমান তালে। তবে এ সবের মাঝে সব অভিনেতা-অভিনেত্রীদের একটা বিষয়ে সবসময়ই কড়া নজর দিতে হয়, আর তা হল ফিটনেস। সাধারণত আর পাঁচজনের মতো শ্রাবন্তীও নিয়মিত শরীরচর্চা করেন। তবে এবার একটু বেশি করেই এবিষয়ে মনোযোগী হয়েছেন তিনি। খবর জিনিউজের।
অভিনেত্রীর কথায়, বর্তমানে তাঁর শরীরচর্চার ক্ষেত্রে অনুপ্রেরণা তার স্বামী রোশন। সোশ্যায় মিডিয়ায় জিমে শরীরচর্চার একটি ভিডিও পোস্ট করে একথা জানিয়েছেন শ্রাবন্তী নিজেই। উল্লেখ্য, শ্রাবন্তীর স্বামী রোশন সিং পেশায় বিমানের কেবিন ক্রু সুপারভাইজার, পাশাপাশি পার্কসার্কাসে একটি ফিটনেস জিমের মালিক। রোশন নিজেও নিয়মিত শরীরচর্চা করেন। তাই শরীরচর্চার ক্ষেত্রে তিনি স্ত্রী শ্রাবন্তীকে অনুপ্রেরণা যোগাবে সেটাই স্বাভাবিক।
বিডি-প্রতিদিন/শফিক