বিয়েটা করেছিলেন দেশের বাইরে গিয়ে। তবে বিয়ে করেই তড়িঘড়ি ফিরতে হয় নুসরাত জাহানকে। সংসদে শপথ নেওয়ার পর অধিবেশনেও হাজির থাকতে দেখা যায় তাকে। এরই মধ্যে কলকাতায় রিসেপশনের আয়োজনও করেছিলেন নুসরাত ও তার স্বামী নিখিল। অবশেষে একটু ফুরসত পেলেন নবদম্পতি।
মধুচন্দ্রিমাতে উড়ে গেলেন দু’জনে। আর এই ভ্রমণে তারা যে বেশ খুশি, তা ছবি দেখেই বোঝা যাচ্ছে। একের পর এক ছবি পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। প্রথমে কলকাতা থেকে মুম্বাই, তারপর সেখান থেকেই মরিশাসের উদ্দেশ্যে উড়ে গিয়েছেন নুসরাত ও নিখিল। তাদের সোশ্যাল মিডিয়া থেকেই জানা গিয়েছে মরিশাস উড়ে যাওয়ার খবর। মঙ্গলবার মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুম চোখেই বিমানের জন্য অপেক্ষা করেছিল অভিনেত্রী। পোস্ট করেছিলেন সেই ছবি।
গত ১৯ জুন তুরস্কের বোদরুম শহরে ঘটা করে আয়োজন করা হয়েছিল নুসরাত-নিখেলের ডেস্টিনেশন ওয়েডিংয়ের অনুষ্ঠান। বিয়ের দিন পরনে লাল লেহেঙ্গা চোলি, মাথায় লাল ওড়না, হাতে লাল-সাদা ও সোনালি রঙের চূড়া পরে দেখা যায় নায়িকা তথা সাংসদকে। সঙ্গে নিখিল জৈনকে দেখা গিয়েছিল সাদা শেরওয়ানিতে। খবর কলকাতা 24x7 এর।
বিডি-প্রতিদিন/শফিক