'স্বাস্থ্য সংলাপ'-এ এবারের অতিথি প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ। নিউজ টোয়েন্টিফোরের সাপ্তাহিক এই অনুষ্ঠানটি ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। প্রতি শুক্রবার সকাল সাড়ে ১১টায় শুরু হয় এ আয়োজন।
শামছুল হক রাসেলের প্রযোজনা ও ডা. তানিয়া আলমের উপস্থাপনায় স্বাস্থ্য বিষয়ক এ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয়।
রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুজ্বরের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। সেই সঙ্গে ঘটছে মৃত্যুর ঘটনাও। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন ডেঙ্গুরোগী। তাই ডেঙ্গুজ্বরের নানা বিষয়ে আলোকপাত করা হবে এবারের অনুষ্ঠানে। এছাড়া দর্শকদের সরাসরি প্রশ্নের উত্তরও দেবেন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ।
বিডি প্রতিদিন/ফারজানা