রিয়েলিটি শো 'সা রে গা মা পা' দিয়ে আলোচনায় আসা নোবেল জানিয়েছেন, তার জনপ্রিয় হওয়ার শখ নেই। তবে বাংলা সঙ্গীতজগতে বিখ্যাত ব্যান্ড দল এলআরবি, মাইলস, নগরবাউলের মতো কিছু একটা করতে চান তিনি। একটি জাতীয় দৈনিককে দেয়া সাক্ষাৎকারে নোবেল এসব কথা বলেন।
নোবেল বলেন, আমি আমার মতো এগিয়ে যাবো। আরো চারজনকে সঙ্গে করে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। তাদের কারোরই জনপ্রিয় হওয়ার শখ নেই। আমরা ভালো সংগীত করতে চাই। ভালো গান করতে চাই। একক শিল্পী হিসেবে কখনোই না, ব্যান্ড নিয়েই থাকতে চাই। এছাড়া দ্বৈত গানে কখনো দেখা যাবে না আমাকে। সবকিছু আমার ব্যান্ড নিয়েই করতে চাই। ব্যান্ডের সবাই মিলে কিছু একটা করতে চাই।
আগামীদিনের পরিকল্পনা নিয়ে নোবেল বলেন, আগামী কিছুদিনের মধ্যে সিঙ্গেল প্রকাশিত হবে। বড় একটা কিছু করবো। সবাই আমার নতুন একটা গানের জন্য অপেক্ষা করছে। আমি চাই আমার শ্রোতারা আমার গানের সমালোচনা করুক। ভালো-মন্দ দেখিয়ে দিক। তাহলে আগামীতে আরো ভালো কিছু করতে পারব।
বিডি প্রতিদিন/ফারজানা