আলোচিত তারকা জুটি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। বয়সে তার চেয়ে ১১ বছরের ছোটো নিকের সঙ্গে পুরো দমে দাম্পত্য জীবন উপভোগ করছেন।
পুরনো কোনও কিছুই আজকাল ভালো লাগছে না তাদের। তাই তো পুরনো দেশ, পুরনো শহর ছেড়ে একেবারে নতুনভাবে সংসার পাততে চলেছেন নিক ও প্রিয়াঙ্কা। আর এই কারণেই বহুদিন ধরেই নতুন বাড়ি খুঁজছেন প্রিয়াঙ্কা চোপড়া।
আপাতত এই খোঁজ শেষ। বিদেশি এক সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, প্রিয়াঙ্কা-নিক নাকি খুঁজে পেয়েছেন তাদের নতুন ঠিকানা। খবর অনুযায়ী, প্রিয়াঙ্কার এই বিলাসবহুল বাড়ির দাম ১৪১ কোটির বেশি টাকা। প্রিয়াঙ্কার আগের বাড়িটির দাম ছিল ৪২.১৯ কোটি টাকা।
প্রিয়াঙ্কার এই বাড়িটি লস এঞ্জেলেসর বেভরি হিলসে রয়েছে। হলিউডের বেশিরভাগ সেলিব্রিটিরাই থাকেন এই এলাকায়। শোনা যাচ্ছে, এই এলাকাটি নাকি প্রথম থেকেই পছন্দ ছিল প্রিয়াঙ্কার। আর বউয়ের সেই ইচ্ছেতেই সম্মান জানিয়েছেন নিক।
বিডি প্রতিদিন/০৭ আগস্ট ২০১৯/আরাফাত