দীর্ঘতম অ্যাকশন এন্ট্রি সিকোয়েন্স শুট করে নজির গড়ে ফেলেছেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ।
‘ওয়ার’-এ হৃতিক রোশনের পাশাপাশি টাইগারকেও টানটান অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে।
তবে টাইগার রেকর্ড গড়ে ফেলেছেন এই ছবির জন্য টানা আড়াই মিনিটের একটি অ্যাকশন স্টান্ট পারফর্ম করে।
‘ওয়ার’-এর পরিচালক সিদ্ধার্থ আনন্দ বলেছেন, “হ্যান্ড টু হ্যান্ড কমব্যাটের কথা যদি বলতে হয়, তাহলে এই মুহূর্তে দেশের সবচেয়ে তুখোড় অ্যাকশন হিরো টাইগার শ্রফ। ওর এন্ট্রি সিনটা তাই এমনভাবে শুট করেছি, যা দর্শকের চোখ ধাঁধিয়ে দেবে!”
টাইগার এতটাই পরিশ্রম করেছিলেন এই এন্ট্রি সিনের জন্য যে, শটটা এক টেকেই ‘ওকে’ হয়ে গিয়েছিল।
বিডি প্রতিদিন/কালাম