১৫ সেপ্টেম্বর, ২০১৯ ১১:৪১

২৫ বছর পর মঞ্চে ফিরছেন আফজাল হোসেন

অনলাইন ডেস্ক

২৫ বছর পর মঞ্চে ফিরছেন আফজাল হোসেন

টানা ২৫ বছর পর আবার মঞ্চ নাটকে ফিরে আসছেন নন্দিত অভিনেতা আফজাল হোসেন। 

শনিবার টরন্টোয় ‘জনৈক অভিজ্ঞ দম্পতি’ নাটকের মাধ্যমে তার অভিনয়ের ‘তৃতীয় জীবনের সূচনা হয়েছে। শিগগিরই ঢাকার মঞ্চে নতুন নাটকে তিনি অভিনয় করবেন বলে ঘোষণা দিয়েছেন।

প্রসঙ্গত, টরন্টো কানাডা কালচারাল নেটওয়ার্কের আয়োজনে স্বর্ণালী সন্ধ্যায় পরিবেশিত ‘জনৈক  অভিজ্ঞ দম্পতি’ নাটকে আফজাল হোসেন এবং অপি করিম অভিনয় করেন। সর্বশেষ মঞ্চ নাটকে অভিনয়ের ২৫ বছর পর তিনি টরন্টোর মঞ্চে পুরষ্কার বিজয়ী নাট্যকার ও নির্দেশক মাসুম রেজার নির্দেশনায় নাটকে অভিনয় করলেন।

নাটক শেষে দর্শকদের উদ্দেশ্যে আফজাল হোসেন বলেন, দীর্ঘ ২৫ বছর পর আমি আবারো মঞ্চ নাটকে ফিরে যাচ্ছি। মাসুম রেজার রচনা ও নির্দেশনায়  নাটকটি নিয়মিত ঢাকার মঞ্চে  মঞ্চস্থ হবে বলে তিনি জানান।

স্বর্ণালী সন্ধ্যার দর্শকদের উদ্দেশ্যে আফজাল হোসেন বলেন, আজ টরন্টোয় আমার অভিনয় জীবনের তৃতীয় অধ্যায়ের সূচনা হলো। আপনারা সেটি প্রত্যক্ষ করলেন। এখন থেকে মঞ্চে আবারো নিয়মিত হবো।

নাট্যকার, নির্দেশক মাসুম রেজা এ প্রতিবেদককে জানান, ‘পেন্ডুলাম’ নামে তার লেখা নাটকে আফজাল হোসেন অভিনয় করবেন। সূত্র: নতুন দেশ ডটকম।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর