দীর্ঘদিন একসঙ্গে থাকার পরে সম্পর্কে ইতি টেনেছিলেন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। এই বিচ্ছেদ রণবীরের জন্য সহজ হলেও ক্যাটরিনার জন্য বেশ কঠিন ছিল। দু'জনের বিচ্ছেদে মন ভেঙেছিল তাদের ভক্তদেরও। এখন প্রেমের কোনও রেশ নেই। দু'জনেই আলাদা করে নিজের মতো ভালই আছেন। কিন্তু দর্শক এখনও দু'জনকে আবার একসঙ্গে দেখতে পেলে খুশিই হবে। আর সেই ইচ্ছেই পূর্ণ হয়েছে।
রণবীর ও ক্যাটরিনা আবারও একসঙ্গে কাজ করেছেন। হ্যাঁ ঠিকই শুনছেন। তবে কোনও ছবিতে নয়। একটি মোবাইল ফোনের বিজ্ঞাপনে তারা একসঙ্গে কাজ করলেন। উল্লেখ্য, ক্যাটরিনা ও রণবীরকে সর্বশেষ একসঙ্গে দেখা গিয়েছিল অনুরাগ বসুর ছবি জাগ্গা জাসুস সিনেমায়। বক্স অফিসে সেই ছবি খুব ভাল না করলেও সমালোচক মহল থেকে প্রশংসা কুড়িয়েছিল। এই ছবির শুটিং যখন শুরু হয়েছিল তখন রণবীর-ক্যাট সম্পর্কে ছিলেন। তবে ছবির বড় অংশ শুটিং হয়েছিল তাদের বিচ্ছেদের পরে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
বিডি-প্রতিদিন/শফিক