Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর, ২০১৯ ০৭:০৫

এবার মুক্তি পেল দেব এর 'পাসওয়ার্ড' ছবির ট্রেলার (ভিডিও)

অনলাইন ডেস্ক

এবার মুক্তি পেল দেব এর 'পাসওয়ার্ড' ছবির ট্রেলার (ভিডিও)

চলতি বছরের রোজার ঈদে মুক্তি পেয়েছিল বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খানের ‌'পাসওয়ার্ড' ছবিটি। এবার একই নামে পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে কলকাতার হার্টথ্রব নায়ক দেবের 'পাসওয়ার্ড'। সোমবার মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। 

ট্রেলারের প্রথমেই দেখা যায় এক উঠতি নায়িকার নগ্ন ছবি ইন্টারনেটে ফাঁস হয়েছে। এমনই বিভিন্ন সাইবার ক্রাইম নিয়ে তৈরি এই ছবি। প্রত্যেকেই কোনও না কোনও ভাবে সাইবার ক্রাইমের শিকার। মানুষ জানে না, তার উপরে প্রতিনিয়ত কেউ নজর রেখে চলেছে। সেই সাইবার ক্রাইমের শিকার হতে চলেছে দেশও। আর তার সঙ্গে লড়াই করবে পুলিশ কর্মকর্তা রোহিত দাশগুপ্ত। রোহিতের ভূমিকায় দেখা যাবে দেবকে।

ট্রেলার দেখে মনে হয়েছে পরমব্রত ও পাওলি দাম নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে রয়েছেন রুক্মিণী মিত্রও। আগামী ২ অক্টোবর মুক্তি পেতে চলেছে দেব এন্টারটেনমেন্ট প্রযোজিত ছবি পাসওয়ার্ড। উল্লেখ্য, ট্রেলার দেখে স্পষ্ট বোঝা গেল শাকিবের আর দেবের সিনেমার নাম একই হলেও গল্পের সাথে কোনও মিল নেই।

ভিডিও

বিডি-প্রতিদিন/শফিক


আপনার মন্তব্য