জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তি সিনেমাটোগ্রাফার (চিত্রগ্রাহক) মাহফুজুর রহমান খান লাইফ সাপোর্টে আছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সোমবার দিবাগত রাত ৯টার দিকে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করেন।
মাহফুজুরের পরিবারের সদস্যরা জানান, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই চিত্রগ্রাহক বর্তমানে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে আছেন। তার কাশির সঙ্গে প্রচুর ব্লিডিং শুরু হচ্ছে। চিকিৎসক তাকে লাইফ সাপোর্টে রাখার পরামর্শ দেন।
মঙ্গলবার তার সিটি স্ক্যান করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও ফুসফুসের রোগে ভুগছেন তিনি।
১৯৭২ সালে প্রথম চলচ্চিত্রে কাজ করেন পেশাদার চিত্রগ্রাহক হিসেবে মাহফুজুর রহমান খান। দেশের অনেক পরিচালকের ছবিতে কাজ করেছেন তিনি। বিশেষ করে হুমায়ূন আহমেদ পরিচালিত প্রায় সব চলচ্চিত্রের চিত্রগ্রাহক ছিলেন।
চলচ্চিত্রে চিত্রগ্রহণের জন্য তিনি নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আটবার বাচসাস পুরস্কার এবং একবার বিশেষ বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন।
১৯৪৯ সালের ১৯ মে পুরান ঢাকার হেকিম হাবিবুর রহমান রোডের এক বনেদী পরিবারে জন্ম গ্রগণ করেন মাহফুজুর রহমান খান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন