একাধিক সুপারহিট ছবি দিয়েছেন উপহার রণবীর সিং-দীপিকা পাড়ুকোন। এমনকি খুব শীঘ্রই এই জুটিকে দেখা যাবে কবীর খানের '৮৩' ছবিতে। যেখানে কপিল দেব ও তার স্ত্রী রোমি দেবের ভূমিকায় দেখা যাবে তাদের। তবে এরই মাঝে শোনা যাচ্ছে, দীপিকা নাকি রণবীর সিংয়ের বিপরীতে অভিনয় করতে অস্বীকার করছেন।
সূত্রের খবর, দীপিকা নাকি ইতিমধ্যে রণবীরের বিপরীতে তিনটি ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। খুব স্বাভাবিকভাবে দীপিকার এমন ব্যবহারে ভক্তদের প্রশ্ন তবে কি দীপিকা ও রনবীরের সুখের স্বর্গে কোনও সমস্যা তৈরি হয়েছে?
তবে বিষয়টা এক্কেবারেই তেমন নয়। জানা যাচ্ছে, কোনও রকম রাগঢাক নয়, বিনয়ের সঙ্গেই দীপিকা রণবীর সিংয়ের বিপরীতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছেন। দীপিকা চাইছেন না 'দম্পতি' হিসাবে তাদের ইমেজকে বারবার প্রকাশ্যে আনতে। তাতে দর্শকদের কাছে বিষয়টা একঘেয়ে হয়ে যেতে পারে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ