'নিশ্চুপ ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই ছবিতে নায়ক হিসেবে পা রাখেন আফফান মিতুল। বিপরীতে নায়িকা হিসেবে পেয়েছেন ‘জি হুজুর’ খ্যাত সারা জেরিনকে।
বর্তমানে চলছে ‘নিশ্চুপ ভালোবাসা’ চলচ্চিত্রের ডাবিংয়ের কাজ। সম্প্রতি নতুন খবর শোনালেন আফফান মিতুল।
জানালেন, আফফান মিতুলের কাহিনি অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে ৩টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, নাম ‘স্বপ্নের ফেরিওয়ালা’ এবং ‘মিস রিপোর্টার’। আরেকটি চলচ্চিত্রের নাম এখনো ঠিক হয়নি, তবে এটি নির্মাণ করবেন "ইন্দুবালা" চলচ্চিত্র খ্যাত নির্মাতা জয় সরকার। আর বাকি দুইটি চলচ্চিত্র নির্মাণ করবেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সায়মন তারিক।
‘এ চোখে শুধু তুমি’, ‘ক্রাইম রোড’, ‘গুণ্ডামি’, ‘মাটির পরী’ চলচ্চিত্রগুলো পরিচালনা করে নজর কেড়েছেন সায়মন তারিক। আফফান জানালেন, ‘স্বপ্নের ফেরিওয়ালা’ চলচ্চিত্রের কাহিনি, সংলাপ আমি করেছি। শুধু তাই নয়, ‘মিস রিপোর্টার’ চলচ্চিত্রের কাহিনি, সংলাপ এবং চিত্রনাট্যও আমি করছি। খুব শিগগিরই শুরু হবে দুইটি চলচ্চিত্রের শুটিং। বর্তমানে চলছে প্রি-প্রোডাকশনের কাজ।
এদিকে, আফফান মিতুল বর্তমানে ছটকু আহমেদের সংলাপ, চিত্রনাট্যে আলাউদ্দিন সাজুর ‘সব সুখ তোর জন্য’ এবং আবু তাওহীদ হিরণের ‘আদম’ শিরোনামের দুইটি চলচ্চিত্রে অভিনয় করছেন নায়ক চরিত্রেই। এরই মধ্যে শেষ হয়েছে ‘আদম’ এবং ‘সব সুখ তোর জন্য’ চলচ্চিত্র দুটির প্রথম লটের শুটিং। আফফান মিতুল সামনের বছরের জানুয়ারিতে অভিনয় করবেন আজিম খানের "দুই মা", সবুজ খানের "চন্ডিদাস রজকিনী", কাশেম শিকদারের "নরসুন্দর" চলচ্চিত্রগুলোতে। মুক্তির মিছিলে আছে আফফান মিতুল অভিনীত 'গন্তব্য', 'কাকতাড়ুয়া' শিরোনামের ২টি চলচ্চিত্র।
বিডি প্রতিদিন/ফারজানা