শিরোনাম
১৯ জানুয়ারি, ২০২০ ১৩:২১

পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের

অনলাইন ডেস্ক

পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের

এ বছর অস্কারে মনোনয়ন পেয়েছে ‘হাভা, মরিয়ম, আয়েশা’

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’-এ স্লোগানে শুরু হওয়া অষ্টাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে আজ। ১১ জানুয়ারি এ উৎসব শুরু হয়েছিল ‘উইন্ডো টু দ্য সি’ সিনেমা দিয়ে। আজ প্রদর্শিত হবে আফগানিস্তান, ইরান ও ফ্রান্সের যৌথ প্রযোজনায় ‘হাভা, মরিয়ম, আয়েশা’ ছবিটি। এছাড়াও প্রদর্শিত হবে ইরানের ‘লোকনাট’, জার্মানির ‘ওয়ার্ল্ড ট্যাক্সি’, ‘দ্য ওয়ান্ডেরের’, রাশিয়ার ‘থ্র এ ব্ল্যাক গ্লাস’ ও ‘শাহজাহান রিজেন্সি’ ছবিগুলো।

রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত ৯ দিনব্যাপী এ উৎসবের ঢাকার সাতটি ভেন্যুতে ৭৪টি দেশের দুই শতাধিক চলচ্চিত্র দেখানো হয়েছে। এ বছর উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য পুরস্কার হিসেবে থাকছে এক লাখ টাকার চেক, ক্রেস্ট ও সার্টিফিকেট।

উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল জানান, বিকাল ৪টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে পুরস্কার প্রদান ও সমাপনীর মাধ্যমে উৎসবের পর্দা নামবে আজ। সমাপনী অনুষ্ঠানে আজ প্রধান অতিথি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের থাকার কথা রয়েছে।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর