ভারতের পুণে থেকে মুম্বই যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন অভিনেত্রী শাবানা আজমি। বর্তমানে তিনি চিকিৎসাধীন। সেই বিষয়েই এবার মুখ খুলেছেন তার স্বামী জাভেদ আখতার।
তিনি জানিয়েছেন, “বর্তমানে শাবানা আজমি আইসিইউতে রয়েছেন। তবে তার পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল, চিন্তার কোনও কারণ নেই”।
গত ১৮ জানুযারী পুণে থেকে মুম্বই যাওয়ার পথে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন শাবান আজমি। তবে কোনওক্রমে নিজেকে বাঁচাতে পেরেছেন জাভেদ আখতার।
ঘটনার কিছুক্ষণের মধ্যেই তাকে মহাত্মা গান্ধী মিশন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরপরই ৭৫ বছর বয়সী জাভেদ আখতার জানিয়েছেন, “চিন্তার কোনও কারণ নেই। শাবানা আইসিইউতে রইয়েছেন। বড় কোনও ক্ষতি হয়নি”।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ