বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার গণেশ আচার্যকে বয়কটের আহ্বান জানিয়েছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। গণেশের বিরুদ্ধে এরইমধ্যে বেশ কয়েকজন অভিযোগ করেছেন।
সহকর্মীকে জোর করে পর্ন ভিডিও দেখানো এবং কাজের পর কমিশন নেওয়ার অভিযোগ উঠেছে গণেশ আচার্যর বিরুদ্ধে। দিব্যা কোটেইন নামে এক মহিলা গণেশ আচার্যর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করে মুম্বাইয়ের আম্বোলি থানায় অভিযোগ দায়ের করেছেন। এমনকী, মহারাষ্ট্রের মহিলা কমিশনেরও দ্বারস্থ হয়েছেন দিব্যা।
তনুশ্রী দত্ত বলেছেন, গনেশ আচার্যর বিরুদ্ধে একাধিকবার হেনস্থার অভিযোগ উঠছে, তাই এবার সময় এসেছ, বলিউড থেকে ওই ব্যক্তিকে বাদ দেওয়ার।
এর আগে হর্ন ওকে প্লিজ-এর শ্যুটিংয়ের সময় বলিউডের খ্যাতনামা অভিনেতা নানা পাটেকরের পাশাপাশি ছবির কোরিওগ্রাফার গণেশ আচার্যর বিরুদ্ধেও অভিযোগ তোলেন তনুশ্রী। তিনি অভিযোগ করেন, হর্ন ওকে প্লিজ-এর সেটে গণেশও তাকে হেনস্থা করছেন। তনুশ্রীর অভিযোগ নিয়ে নীরব ছিলেন গণেশ। দিব্যা কোটেইনের অভিযোগের পর গণেশ আচার্য বলেছেন, দিব্যার সঙ্গে ব্যক্তিগতভাবে কখনও দেখা করেননি তিনি। তার বিরুদ্ধে নোংরা অভিযোগ করে সম্মানহানির চেষ্টা করা হচ্ছে। এর পিছনে বর্ষীয়ান কোরিওগ্রাফার সরোজ খান এবং তার দলবলের হাত রয়েছে বলেও সরব হন গণেশ আচার্য। শুধু তাই নয়, সরোজ খানের বিরুদ্ধে তিনি মানহানির মামলা করবেন বলেও হুমকি দিয়েছেন গণেশ।
বিডি প্রতিদিন/ফারজানা