বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কাক্কারের সাথে প্রখ্যাত সঙ্গীতশিল্পী উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণের বিয়ের গুঞ্জন বেশ কিছু দিন ধরেই। এরমধ্যেই ভোজপুরি অভিনেত্রী মোনালিসার সঙ্গে আদিত্যের ঘনিষ্ঠ মুহূর্ত ভাইরাল হয়ে গেছে। ভোজপুরী গান 'মুড বিঘাদেলু' গানে জমিয়ে নাচতে দেখা গেছে আদিত্য ও মোনালিসাকে। গানের শেষ অংশে তাদের অন্তরঙ্গ দৃশ্যও রয়েছে।
গানের ভিডিওটি অবশ্য বেশ পুরনো। নেহা কাক্কর ও আদিত্যর বিয়ের গুঞ্জনের মাঝেই নতুন করে ভাইরাল হয়েছে ভিডিওটি। কেরিয়ারের প্রথমদিকে বেশকিছু ভোজপুরী গানের মিউজিক ভিডিওর জন্য গান ও অভিনয় দুটোই করেছেন আদিত্য। এই ভিডিওটিও সেই সময়কার।
প্রসঙ্গত আশা ভোঁসলের সঙ্গে 'রঙ্গিলা' (১৯৯৫) গানে প্রথমবার প্লে-ব্যাক করেন আদিত্য নারায়ণ। পরবর্তীকালে আমির খানের 'একেলে হাম একেলে তুম' ছবিতে বাবা উদিত নারায়ণের সঙ্গে গান করেন আদিত্য। অন্যদিকে মোনালিসা ১২৫টিরও বেশি ভোজপুরী ছবিতে অভিনয় করে ফেলেছেন। 'দুপুর ঠাকুরপো' ওয়েব সিরিজের সিজন-২ এ ঝুমা বৌদির ভূমিকায় বেশ জনপ্রিয়তা পান মোনালিসা।
বিডি প্রতিদিন/ফারজানা