২৬ মে, ২০২০ ১৮:০৩

ঘরে থাকা শিশুদের জন্য ধ্রুব এষ-কণক আদিত্য'র ঈদ উপহার

অনলাইন ডেস্ক

ঘরে থাকা শিশুদের জন্য ধ্রুব এষ-কণক আদিত্য'র ঈদ উপহার

এবার ঈদে ছোট ঘরের বাইরে যায়নি। এবার নিজেদের বাসাতে, একদম নিজেদের মতো করে ঈদ করেছে। কেন না বাইরে যে করোনার মতো খারাপ জীবাণু ঘোরাফেরা করছে এটা সকল ছোট বন্ধুরা জেনে গেছে। তাই তো একদম বাইরে যাওয়া মানা। আর এইসব ছোট বন্ধুদের ঘরে ঈদে করা জন্য উপহার নিয়ে এলেন তাদের প্রিয় ধ্রুব এষ। 'পাখি আঁকি পাখি বানাই' গান লিখে দিয়েছেন তিনি। 

আর তাতে সুর বসিয়ে দিলেন কণক আদিত্য। কারণ তিনিও যে ছোট বন্ধুদের খুব ভালোবাসেন, তিনিও তো ঈদে উপহার দিতে চান। এই যে সুন্দর একটা সুর উপহার দিয়ে দিলেন। গান কণ্ঠে তুলল ছোট নীল স্রোতস্বিনী ও ঋভু রোদ্দুর। ইকরিমিকরি বলছে, 'ইকরিমিকরির গান হবে এটি পুরোনো ভাবনা,  ছোটদের জন্য যেকোনো কাজ মহানন্দে করে যান ধ্রুব এষ। তার ভাবনার জগতের বড় অংশ শিশু। দাদা সেই তখনই রাজি  হয়েছিলেন, তিনি লিখলেন ' পাখি আঁকি, পাখি বানাই....। আরেকজন খুব খুব আন্তরিক মানুষ কনক আদিত্য তো অন্তরের মানুষ-তার সুরে হয়ে গেল ইকরিমিকরি গান।'

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর